আমিরাতে আল হারামাইনের ইফতার

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের প্রতিষ্ঠান পারফিউমস কোম্পানি আল হারামাইন গ্রুপের উদ্যোগে প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
স্থানীয় সময় রোববার (২৪ এপ্রিল) আজমানে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয় এবং কারখানা প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল, বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত, আমিরাত সরকারের
ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীসহ প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য, আমিরাতে অবস্থানরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিসহ বিপুল সংখ্যক দেশি বিদেশি প্রবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আল হারামাইনের কর্ণধার মাহাতাবুর রহমান নাসির ও আল হারাইমাইনের পরিচালক ডা. মুনীরা মাহতাব উপস্থিত অতিথিদের স্বাগত, শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। তিনি সবার প্রতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানান। অনুষ্ঠানে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণে দোয়া করা হয়।
জেডএস