মিশিগানে চলছে পথমেলা

যুক্তরাষ্ট্রের মিশিগানে শুরু হয়েছে পথমেলা। শুক্রবার (২৯ জুলাই) থেকে মিশিগানের হ্যামট্রামিক শহরের বাংলাদেশ এভিনিউয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী এ পথমেলা চলবে রোববার রাত ১২টা পর্যন্ত।
বিদেশের মাটিতে বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এ মেলার আয়োজন করা হয়ে থাকে। এ মেলাকে ঘিরে বাংলাদেশি প্রবাসীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। পরিবার-পরিজন নিয়ে মেলায় যাচ্ছেন বাংলাদেশিরা।
মেলার উদ্যোক্তারা জানান, খাবারসহ বিভিন্ন দেশীয় পণ্যের ৫৫টি স্টল মেলায় অংশ নিয়েছে। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করতে বাংলাদেশ থেকে এসেছেন বাউল শিল্পী কালা মিয়া ও জিল্লুর রহমান, বাউল শিল্পী লাবনী আক্তার ও শরমিলা দেব। শিশুদের জন্য থাকছে খেলাধুলার আয়োজন।
মেলার অন্যতম উদ্যোক্তা নাজেল হুদা বলেন, এটি হলো মিশিগানে বাঙালি প্রবাসীদের সবচেয়ে বড় মেলা। সারা বছর প্রবাসীরা অপেক্ষা করেন এ মেলার জন্য। এটি মেলার ২১তম বছর। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ মেলা চলবে। এখন পর্যন্ত ৫৫টি স্টল মেলায় অংশ নিয়েছে শনিবার ছুটির দিনে স্টলের সংখ্যা আরও বেড়ে যাবে।
তিনি আরও বলেন, এবারের মেলায় আমাদের পক্ষ থেকে ১৫০০ শিশু শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ব্যাগ, নোট প্যাড ও পেন্সিল দেওয়া হবে। আর র্যাফেল ড্রতে এসইউভি গাড়িসহ অসংখ্য পুরস্কার রয়েছে।
আইএসএইচ