রোহিঙ্গা সংকটে ইইউর ২৫২ কোটি টাকার সহায়তা

বাংলাদেশে রোহিঙ্গা ইস্যুতে প্রায় ২৫২ কোটি ২৫ লাখ টাকার মানবিক সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এ অর্থ বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ব্যয় হবে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ইউরোপিয়ান কমিশনের ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার জেনেজ লেনারারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিশ্বে করোনা পরিস্থিতি বিরাজ করছে। রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় দেওয়া বাংলাদেশিদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা প্রেরণা দেবে। ইউরোপীয় ইউনিয়ন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সরাসরি মানবিক সহায়তা দেওয়া অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
রোহিঙ্গা ইস্যুতে ইউরোপিয়ান কমিশন সর্বমোট প্রায় ৩৯০ কোটি টাকার সহায়তা তহবিল ঘোষণা করেছে। এর মধ্যে মিয়ানমারের অবস্থিত ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ১১০ কোটি ৫০ লাখ টাকা টাকার তহবিল ঘোষণা করা হয়েছে। এছাড়া অন্যান্য দেশে অবস্থিত রোহিঙ্গাদের জন্য জরুরি খাদ্য, আশ্রয় ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার জন্য ঘোষণা করেছে প্রায় ৩০ কোটি টাকার তহবিল।
ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের বিভিন্ন অগ্রসর জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন। এর আগেও ইউরোপিয়ান ইউনিয়ন রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা তহবিল দিয়েছে। তা বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের বিভিন্ন সহায়তা সংস্থার মাধ্যমে ব্যয় ও বাস্তবায়ন করা হয়েছে।
এইচকে