দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগের মাতৃভাষা দিবস পালন

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিশেষ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার স্থানীয় সময় দেড়টায় জেহানার্সবার্গের ফোর্ডসবার্গে বিসমিল্লাহ কমিউনিটি হলে আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আউয়াল সোহেলের সভাপতিত্বে ও জোহানসবার্গ শাখা যুবলীগের সভাপতি ইসমাইল হোসেনের পরিচালনায় মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার নূর-ই হেলাল সাইফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাসের হাজারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইউম, যুবলীগের সভাপতি জিএম বাদল মৃর্ধা।
আলোচনা সভায় হাইকমিশনার নূরে-ই হেলাল সাইফুর রহমান বাংলাদেশের ভাষা ও সংস্কৃতিকে সম্মানের সঙ্গে বিদেশের মাটিতে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের মেধা, সততা ও পরিশ্রম দিয়ে নিজেদের এগিয়ে নিতে হবে। তাহলে জাতি হিসেবে বাংলাদেশের সম্মান বিশ্ব মঞ্চে দীর্ঘায়িত হবে।
সভায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা দেশ বিরোধী চক্রান্তকারীদের সর্তক করে বলেন, বঙ্গবন্ধুর সৈনিকরা দেশ বিদেশে সদা বিরাজমান জাগ্রত। যেকোনো ষড়যন্ত্রকে মোকাবিলা করে নস্যাৎ করে দেওয়া হবে।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি রাজিব সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাছান, রাসেল মিজিসহ জোহানসবার্গ, প্রচুসট্রম, প্রিটোরিয়া শাখার আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা।
রিয়াদ হোসেন রিকুর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ চেয়ে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এসএসএইচ