কাতারে যুবলীগ নেতার রোগমুক্তি কামনায় দোয়া

কাতার প্রবাসী ব্যবসায়ী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির এক নম্বর সহ সম্পাদক এম সাইফুল আলমের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে যুবলীগ কাতার শাখা।
স্থানীয় সময় শনিবার (১৩ আগস্ট) রাতে কাতারের রাজধানী দোহা নাজমা আফগান রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুবলীগ কাতার শাখার সহ সভাপতি আলাউদ্দিন আলীর সভাপতিত্বে ও যুবলীগ কাতার শাখার সাংগঠনিক সম্পাদক এ এইচ মামুনের পরিচালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কাতার শাখার সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু।
আরও পড়ুন: আমিরাতে বন্যায় মারা যাওয়া সাজ্জাদের পরিবারকে আর্থিক সহায়তা
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন যুবলীগ কাতার শাখার সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, সহ সভাপতি আতিকুল মাওলা মিঠু, সাংগঠনিক সম্পাদক শুয়াইব আহমদ, যুবলীগ দোহা মহানগরের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ পাটোয়ারী, কাতার আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল, সহ সভাপতি মাহবুবর রহমান চৌধুরী বাবু, সহ সভাপতি রাসেদুল হাসান সুমন, সহ সভাপতি খাইরুল আলম সাগর, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এসকে সফিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, গালফ বিজনেস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সুলেমান গনী প্রমুখ।
পরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির এক নম্বর সহ সম্পাদক এম সাইফুল আলম, কাতার আওয়ামী লীগ নেতা আবুল কাসেম ও কাতার স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আবু ইউসুফ বাবুলের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির এক নম্বর সহ সম্পাদক এম সাইফুল আলম কাতার থেকে বাংলাদেশে ছুটিতে গিয়ে অসুস্থতা নিয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কাতার আওয়ামী লীগ নেতা আবুল কাসেম ও কাতার স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আবু ইউসুফ বাবুল শারীরিক অসুস্থতা নিয়ে দোহা হামাদ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসএসএইচ