পরিচয়পত্রহীন কর্মীদের রেমিট্যান্স পাঠাতে সহযোগিতার আহ্বান

Dhaka Post Desk

মো. এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ

০২ সেপ্টেম্বর ২০২২, ০৮:১০ এএম


পরিচয়পত্রহীন কর্মীদের রেমিট্যান্স পাঠাতে সহযোগিতার আহ্বান

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশি পরিচয়পত্রহীন (আনডকুমেন্টেড) প্রবাসী কর্মীদের বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠাতে সহযোগিতা প্রদানের জন্য আহ্বান করেছেন রাষ্ট্রদূত।
 
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মালদ্বীপের অর্থমন্ত্রী ইব্রাহিম আমীরের সঙ্গে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এসময় অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও মিশনের প্রথম সচিব ও চ্যান্সারি প্রধান মো. সোহেল পারভেজ।
 
সাক্ষাতকালে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সরকারি বিনিময় মূল্যে ডলার প্রদান বা রুপিয়ার মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের সঠিক বেতন রশিদ প্রদান করাসহ ডলারে বেতন পরিশোধ করার অনুরোধ জানান।
 
উভয় দেশের মধ্যকার আরও ভালো দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষিতে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা খোলার জন্য মালদ্বীপ সরকারকে অনুরোধ জানান হাইকমিশনার।

এমএ

Link copied