বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদকের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক দেওয়ান আরশাদ বিজয়ের রোগ মুক্তির কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। তাকে আশঙ্কাজনক অবস্থায় শনিবার ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালের লাইফ সাপোর্টে ভর্তি করা হয়।
শনিবার রাতে পবিত্র ঈদে মিলাদুন্নাবী অনুষ্ঠানের পর তার রোগমুক্তির কামনায় বিশেষ এ দোয়া অনুষ্ঠিত হয়। মিশিগানের ওয়ারেন সিটির টেন মাইলের আল ইহসান ইসলামিক সেন্টারে দোয়ার আয়োজন করে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ।
দোয়া পরিচালনা করেন আল ইহসান ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল মুহাম্মদ ফখরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ড. রাব্বী আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ রাসেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহাবুব রাব্বী খান, পলিটিক্যাল সেক্রেটারি আব্দুল মুকিতসহ মসজিদের মুসল্লিরা।
ওএফ