কাতারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে ঘাতকের বুলেটে নিহত জাতীয় চার নেতার স্মরণে স্মারক বক্তৃতা ও দোয়া মাহফিল করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কাতার শাখা।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কাতারের রাজধানী দোহা ম্যাজিস্ট্রেট হোটেলে এ স্মারক বক্তৃতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আকবর হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও খাইরুল আলম সাগরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা বোরহান উদ্দিন শরিফ। স্মারক বক্তৃতা ও প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী এম এ রায়হান আকিব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাতার বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, কাতার আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আফছার বাবুল, কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু রায়হান, সিনিয়র সহ সভাপতি আবুল কাসেম, সহ সভাপতি মাহবুবর রহমান চৌধুরী বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এসকে সফিক, কাতার আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি কাজী আশরাফ হোসাইন, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি রহিম পারভেজ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ইনু সভাপতি কমরেড ইসমাইল হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন মামুন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যারা হত্যা করেছে তারাই ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করেছে। জেলহত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের ও দাবি জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত ও দেশ, জাতির শান্তি এবং অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এসএসএইচ