৯ লাখ দিরহামের লোভ ছুঁতে পারলো না চালককে

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের গাড়িচালক মোহাম্মদ ওরফান মোহাম্মদ রফিক। কয়েকদিন আগে এক যাত্রীকে নামানোর পর তিনি দেখলেন যে, গাড়িতে ৯ লাখ দিরহাম (১ দিরহাম সমান ২৩ দশমিক ০৮ টাকা ধরে মোট ২ কোটি ৭ লাখ ৬৭ হাজার টাকা) রাখা আছে।
যাত্রীর ফেলে যাওয়া অর্থ ফেরত দিতে মনস্থির করলেন গাড়িচালক রফিক। কিন্তু যাত্রীকে আর খুঁজে পেলেন না তিনি। কী করবেন ভেবে না পেয়ে রফিক দুবাই পুলিশের শরণাপন্ন হলেন।
পরে স্থানীয় থানায় গিয়ে গাড়িতে পাওয়া অর্থ জমা দেন গাড়িচালক রফিক। থানার পরিচালক ব্রিগেডিয়ার আবদুল্লাহ খাদিম সুরর তার সততার প্রশংসা করেন। বিষয়টি জানাজানি হলে দুবাইয়ের জনগণও গাড়িচালকের সততার প্রশংসা করেন।
জনগণ ও পুলিশের মধ্যে সহযোগিতাকে গুরুত্ব দেওয়ার জন্য তাকে একটি প্রশংসাপত্র দেওয়া হয় থানার পক্ষ থেকে। প্রশংসাপত্র দিয়ে সম্মানিত করার জন্য রফিক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ প্রশংসা আমাকে গর্ব এবং আনন্দ দিয়েছে।
আরএইচ