মেক্সিকোতে বিজয় দিবস উদযাপন

মেক্সিকো সিটিতে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে ৫১তম মহান বিজয় দিবস উদযাপন করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস।
বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর সকালে মেক্সিকো সিটির একটি স্কুলের প্রায় ১৭০ জন শিক্ষার্থীর সঙ্গে বাংলাদেশ দূতাবাস বিজয় দিবস উদযাপন করে। এ সময় রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যের পাশাপাশি এই বিজয় অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্থানীয় শিশুদের কাছে তুলে ধরেন। বিদ্যালয়টির পক্ষ থেকে অধ্যক্ষ এরিক অসিরিস সানাব্রিয়াসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা মেক্সিকোর জনপ্রিয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি মুক্তিযুদ্ধের ওপর তাদের অঙ্কিত একটি চিত্রকর্ম রাষ্ট্রদূতকে উপহার দেয়।
এদিন বিকেলে রাষ্ট্রদূত, মেক্সিকো সিটির মিগেল হিদালগো পৌরসভার মেয়র মাউরিসিও তাবেরের উপস্থিতিতে বাংলাদেশের নারীর ক্ষমতায়ন সম্পর্কিত মেক্সিকোর চিত্রশিল্পী মনসেরাত তেয়ো ইজলাসের মাধ্যমে আঁকা একটি দেয়ালচিত্র উন্মোচন করেন। এ সময় ভারত, এল সালভাদর, আয়ারল্যান্ড, ইটালি, ফ্রান্স, ইউক্রেন-এর রাষ্ট্রদূতগণ এবং দূতাবাসের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরদিন ১৬ ডিসেম্বর সকালে রাষ্ট্রদূত দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের মূর্ছনার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার শান্তি, দেশের সমৃদ্ধি এবং অগ্রযাত্রা কামনা করে উন্মুক্ত আলোচনা ও বিশেষ মোনাজাত করা হয়। পরে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণীসমূহ পাঠ করা হয়। এছাড়া বিজয় দিবসের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
উন্মুক্ত আলোচনা পর্বে রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার বক্তব্যে গভীর শ্রদ্ধার সঙ্গে বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সব শহীদসহ বীর মুক্তিযোদ্ধা এবং দুই লাখ বীরাঙ্গনার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। 
এ সময় রাষ্ট্রদূত, প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশিত ‘পিপলস হিরো’ বইটির ল্যাটিন আমেরিকান সংস্করণ উন্মোচন করেন।
সবশেষে বাংলাদেশ ও মেক্সিকোর সহকর্মীদের উপস্থাপনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগতদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এমএ