সিট্যুয়ে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

Dhaka Post Desk

প্রবাস ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২২, ০৪:১৫ পিএম


সিট্যুয়ে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে মিয়ানমারে অবস্থিত সিট্যুয়ে বাংলাদেশ দূতাবাস।

স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সকালে মিশন প্রধান জাকির আহমেদ ও দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় জাতির পিতা, তার পরিবারের নিহত অন্যান্য সদস্য ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। 
এছাড়া দূতাবাসের মিশন প্রধান জাকির আহমেদ এবং প্রথম সচিব মো. শরীফুল্লাহ আল মাহমুদ দিবসটি উপলক্ষে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, স্থানীয় সময় শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সিট্যুয়েস্থ আন্তর্জাতিক সংগঠনসমূহ ও রাখাইনের উল্লেখযোগ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাখাইন শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এছাড়া একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।  

গৃহযুদ্ধ ও উদ্ভূত পরিস্থিতির মধ্যেও আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় কন্স্যুলেটের কূটনীতিক, রাখাইন স্টেটের সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা, সাংবাদিক, রাখাইন স্টুডেন্ট ইউনিয়নের নেতা, রাখাইন স্টেট চেম্বার অব কমার্সের সভাপতিসহ রাখাইনের উল্লেখযোগ্য সংখ্যক গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। 

এর আগে বিজয় দিবস উপলক্ষে সিট্যুয়ের সমুদ্র সৈকতে স্থানীয় বিজয় মিনি ম্যারাথনের আয়োজন করা হয়। এছাড়া পরিবেশ সুরক্ষায় সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

কেএ  

Link copied