কুয়েত প্রবাসীর স্বজনদের সন্ধান চায় দূতাবাস

Dhaka Post Desk

সাদেক রিপন

২৭ ডিসেম্বর ২০২২, ১০:৫১ পিএম


কুয়েত প্রবাসীর স্বজনদের সন্ধান চায় দূতাবাস

কুয়েতে আবুল কালাম নামে এক প্রবাসীর পরিবারের সন্ধান চায় বাংলাদেশ দূতাবাস। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার স্বজনদের সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী আবুল কালামের বাড়ি কুমিল্লা জেলার বিজয়পুর ইউনিয়নের দূর্গাপুর এলাকায় এবং তার বাবার নাম আনু মিয়া। তিনি দীর্ঘদিন গুরুত্বর অসুস্থ হয়ে কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠাতে পাসপোর্টে দেওয়া নম্বরে যোগাযোগ করেও স্বজনদের খোঁজ পাওয়া যায়নি। 

আবুল কালামকে দেশে পাঠানোর সুবিধার্থে কুয়েতে অথবা বাংলাদেশে তার স্বজনদের দূতাবাসে কল্যাণ সহকারী ফরিদ হোসেনের +৯৬৫৯৪৪২৯৭৪৪ এ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

/এফকে/

Link copied