বুর্জ খলিফায় ভেসে উঠবে বঙ্গবন্ধুর ছবি

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা ও রাজধানী আবুধাবির অ্যাডনোক বিল্ডিং-এ প্রদর্শিত হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।
বুধবার (১৭ মার্চ) এ ছবি প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। তিনি জানান, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত একসঙ্গে সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছে। এ উপলক্ষে বেশকিছু কর্মসূচি ও হাতে নেওয়া হয়েছে।
অন্যদিকে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম গত শুক্রবার রাস-আল-খাইমায় বাংলাদেশ বিজনেস ফোরাম ইউএইর অভিষেক অনুষ্ঠানে জানান, ১৭ মার্চ বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শন করা হবে। এছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এমিরেটস এয়ারলাইন্সে বাংলাদেশের পতাকা বহন করা হবে। এখনও অনেক কর্মসূচির নথি রাষ্ট্রপতির কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর প্রেসিডেন্ট মাহাতাবুর রহমান (সিআইপি), বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আইয়ুব আলী বাবুল, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভারপ্রাপ্ত সেক্রেটারি ও সংযুক্ত আরব আমিরাত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের আহ্বায়ক সাইফুউদ্দিন আহাম্মদ প্রমুখ।
আরএইচ