দুবাইয়ে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত

Muhammed Abdullah Al Mamun

১৮ মার্চ ২০২৩, ০৬:৫২ পিএম


দুবাইয়ে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত

সামাজিক সেবামূলক সংগঠন ইসলামী নব জাগরণের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আবির ফ্রুট অ্যান্ড ভেজিটেবল মার্কেটের পালসেস রেস্টুরেন্টে মাহে রমজানের তাৎপর্য শীর্ষ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।  

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হওয়া এ অনুষ্ঠান চলে ১১টা পর্যন্ত। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদরা উপস্থিত ছিলেন। শীর্ষ আলেমদের থেকে ধর্মীয় দিকনির্দেশনা শুনতে আমিরাতের বিভিন্ন স্থান থেকে অসংখ্য প্রবাসীরা অংশ নেন।

সংগঠনের মহাসচিব মাওলানা মঈনুদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন দারুল উলুম মুইনুল ইসলাম হাটহাজারীর শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া বাবুনগরের প্রধান মুফতি ও শাইখুল হাদিস মুফতি মাহমুদ হাসান।

এছাড়া আরো আলোচনা পেশ করেন নাজিরহাট বড় মাদরাসার পরিচালক মুফতি হাবিবুর রহমান কাসেমী, শাইখ যাকারিয়া ইসলামী রিচার্স সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাইদ, দুবাই আওকাফ মসজিদের খতিব ড. আবদুস সালাম, ফটিকছড়ি সুয়াবিল তালিমুল ইসলাম বালিকা মাদরাসার পরিচালক মাওলানা আবদুর রহিম ইসলামাবাদী, নব জাগরণ সংগঠনের উপদেষ্টা, ক্বারী মাওলানা শহিদুল ইসলাম, নব জাগরণ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ওসমান, নব জাগরণ সংগঠনের আরব আমিরাত শাখার সভাপতি মুইনুল ইসলাম চৌধুরী।

এতে আরো উপস্থিত ছিলেন নব জাগরণ সংগঠনের সহ-সভাপতি মাওলানা আবু দরদা মাসুম, মাওলানা হাফেজ জাকের, কওমি ভিশন সম্পাদক মাওলানা ওবাইদুল্লাহ ওবাইদ, রাশেদুল ইসলাম, মাওলানা আলাউদ্দিন, মাওলানা হোসাইন, মাওলানা ইরফান সোলাইমান, মুহাম্মদ আয়ুব, জাকের উল্লাহ, ফাহিম প্রমুখ।

আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা শেখ আহমদ বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ, জাতি, প্রবাসী ও মুসলিম বিশ্বের জন্য বিশেষ দোয়া করা হয়।

জেডএস

Link copied