সাহরি খেয়ে কাজে ফেরার সময় আমিরাতের সড়কে প্রাণ গেল বাংলাদেশির

Muhammed Abdullah Al Mamun

০২ এপ্রিল ২০২৩, ০১:১৮ এএম


সাহরি খেয়ে কাজে ফেরার সময় আমিরাতের সড়কে প্রাণ গেল বাংলাদেশির

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ সোহেল (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১ এপ্রিল) ভোর ৪টার দিকে দুবাই ইন্টারন্যাশনাল সিটি এলাকায় এ ঘটনা ঘটে।

মুহাম্মদ সোহেল চট্টগ্রামের রাউজান দক্ষিণ আব্দুল্লাহপুর ইউনিয়নের গণিপাড়া এলাকার মোহাম্মদ ইউছুফের ছেলে।

জানা গেছে, দুবছর আগে সংযুক্ত আরব আমিরাত আসেন সোহেল। দুবাইয়ের আবির আল আইন সবজি মার্কেটে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় গত রাতেও ডিউটি করে সাহরি খেতে রুমে যায় সোহেল। সাহরি খেয়ে ভোর ৪টার দিকে পুনরায় ডিউটিতে যাওয়ার সময় দুবাই ইন্টারন্যাশনাল সিটির সড়কের জেব্রা ক্রসিংয়ে সাইকেল নিয়ে পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে সোহেল প্রায় ৫০ ফুট দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে দুবাই পুলিশ এসে তার লাশ নিয়ে যায়।

এদিকে, ঘটনাস্থল থেকে চীনা নাগরিক গাড়ি নিয়ে পালিয়ে গেলেও পরে দুবাই পুলিশ তাকে আটক করেছে বলে জানা গেছে। বর্তমানে সোহেলের মরদেহ হাসপাতালে আছে। মরদেহ দেশে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান স্বজনেরা।

উল্লেখ্য, আমিরাতে তার আরও দুই ভাই রয়েছে। দেশে সিএনজি চালাতেন সোহেল। দুই বছর শেষ করার পর বর্তমানে নতুন ভিসা নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি।

ওএফ

Link copied