আমিরাতে বাংলাদেশ ইঞ্জি. অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি সালাম

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনের জন্য ৩৩ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি অনুমোদন করেছে স্থানীয় নির্বাচন কমিশন।
গত ১২ এপ্রিল অনুমোদন দেওয়া ওই কমিটিতে সভাপতি হিসেবে প্রকৌশলী আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান প্রকৌশলী আব্দুর রশীদ।
এদিকে কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন প্রকৌশলী কাজী আব্দুল বারী, সিনিয়র সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রকৌশলী শেখ মোস্তাফিজুর রহমান ও প্রচার সম্পাদক হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আলী।
কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন প্রকৌশলী বি এম জাফরুল্লাহ, প্রকৌশলী খাইরুল কবির, প্রকৌশলী শেখ আনিসুর রহমান, প্রকৌশলী রকিবুল ইসলাম তালুকদার, প্রকৌশলী ড. মারুফ ও প্রকৌশলী ড. সায়েম।
কেএ