কাতারে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কাতার শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে দেশটির রাজধানী দোহার একটি রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল মতিন খানের সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন তুষারের পরিচালনায় সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম ফরিদুল হক।

সম্মেলন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা, সহ-সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব ভূঁইয়া, উপদেষ্টা শাহাদাত হোসেন নাসের, কাতার আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আশরাফ হোসাইন, সহ-সভাপতি আতিকুল মাওলা মিঠু, সহ-সভাপতি শেখ জয়নাল, যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ মামুন, কাতার বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল আলম, কাতার বঙ্গবন্ধু পরিষদ সানাইয়া শাখার সভাপতি মোসাদ্দিক মিসকাত প্রমুখ।
সম্মেলন শেষে আব্দুল মতিন খানকে সভাপতি, সাজ্জাদ হোসেন তুষারকে সাধারণ সম্পাদক, রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক, লোকমান হোসেনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাব্বির মাহমুদকে দপ্তর সম্পাদক করে আংশিক এ কমিটি ঘোষণা করেন কাতার আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু।
কমিটির নবনির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ইনজামামুল হক মান্না, সহ-সভাপতি শেখ ইলিয়াস শাহী, সহ-সভাপতি ফরহাদ হোসেন, সহ-সভাপতি লিমন শেখ, সহ-সভাপতি ইউসুফ রানা, সহ-সভাপতি আলী শাহ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক রাকিব উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদয় দাস, উপ দপ্তর সম্পাদক জাবাল হোসেন প্রমুখ।
এমএ