বিভক্তি নিয়ে দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

সম্প্রতি এক সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করার মধ্যদিয়ে দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগের দুই গ্রুপের বিভক্তি প্রকাশ্যে আসে। সে ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরতে বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটির দক্ষিণ আফ্রিকা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তানসেন।
তিনি বলেন, দলছুট কিছু নেতার দ্বারা দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের কমিটি গঠনকে অবৈধ, গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ বলে অবহিত করেন।
১২ জুলাই (বুধবার) জোহানেসবার্গের ফোর্ডসবার্গের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ আফ্রিকা শাখা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তানসেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটির ৪ জন নেতা পদত্যাগ না করে সম্মেলনের নামে আরেকটি কমিটি গঠন দলের গঠনতন্ত্র পরিপন্থি। এজন্য আমরা আওয়ামী লীগ তাদের এ কমিটিকে অবৈধ ঘোষণা করছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সার্বিক বিষয়টি কেন্দ্রকে অবহিত করেছি এবং তাদের পরামর্শে পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করবো।
তিনি আরও বলেন, সম্প্রতি দলছুট নেতাদের উপস্থিতিতে দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের বর্ধিত কমিটির মিটিং অনুষ্ঠিত হয়, সেখানে বর্তমান কমিটি বহাল রাখার পক্ষে দুই তৃতীয়াংশ ভোট পড়ে। ফলে বর্তমান কমিটি দায়িত্ব পালন করছে এবং আসন্ন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর বাস্তবায়নে আমরা কাজ করছি।
তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের নামে যে কোনো অবৈধ কমিটিতে সম্পৃক্ত না হতে এবং বিভ্রান্ত না হওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের উপদেষ্টা হেলাল চৌধুরী, সহ সভাপতি আব্দুল আউয়াল সোহেল, দপ্তর সম্পাদক ইব্রাহিম সোহাগ, আওয়ামী লীগ নেতা শাখাওয়াত, মিজানুর রহমানসহ আ. লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসএম