দক্ষিণ আফ্রিকায় আ.লীগের নবনির্বাচিত কমিটির সংবাদ সম্মেলন

আসন্ন ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে দক্ষিণ আফ্রিকা শাখায় আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) জোহানসবার্গের মেফেয়ারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম ফারুক, সাধারণ সম্পাদক আবু নাসের হাজারি, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন, মোশাফর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক নবনির্বাচিত কমিটি ও সংগঠনের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে দক্ষিণ আফ্রিকা আ.লীগ ও অঙ্গসংগঠনগুলো প্রস্তুত ও সর্তক অবস্থানে আছে।
দক্ষিণ আফ্রিকা আ.লীগের নবনির্বাচিত কমিটির সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা আ.লীগের উপদেষ্টা মোহাম্মদ হোসেন, সহ-সভাপতি সেলিম আদনান, সহ-সভাপতি আজিজ কামাল, সহ-সভাপতি নাসির উদ্দিন, জাকির হোসেন, আব্দুল মতিন ভূঁইয়া, হাজি নোমান সরকার, কাজী নজরুল, মহসিন আলী রিপন, শেখ রাহিদুল ইসলাম জনি ও অর্থ সম্পাদক মাহবুব আলম।
এফকে