তারেক-জোবায়দার সাজার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকায় প্রতিবাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী জোবায়দা রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভ কর্মসূচি করেছে দেশটির বিএনপি নর্থ শাখা।
বৃহস্পতিবার (৩ আগস্ট) জোহানেসবার্গের ফোসডসবার্গে একটি রেস্টুরেন্টে জহিরুল আলম তরুণের সভাপতিত্বে বিএনপি এ প্রতিবাদ কর্মসূচি পালন করে।
সমাবেশে বক্তারা অবিলম্বে তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে সাজার রায় তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
নাজমুল হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন- ফজজুল হক চৌধুরী, কফিল উদ্দীন, মির হোসেন আব্দুর রহিম ও এমদাদ মৃধা প্রমুখ। এছাড়া প্রায় শতাধিক প্রবাসী বিএনপির কেন্দ্র ঘোষিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এমজে