দুবাই প্রবাসীর মৃত্যু, লাশ দেশে নিতে সহযোগিতা চায় পরিবার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্ট্রোক করে মিজানুর রহমান (৫০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত ১৪ আগস্ট (সোমবার) মারা যান তিনি। লাশ দেশে নিতে সরকারসহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছে তার পরিবার।
মিজানুর রহমান চাঁদপুরের কচুয়া উপজেলার ডেনছু মিয়ার ছেলে। ২০২২ সালের অক্টোবর মাসে আমিরাতে যান তিনি।
নিহতের ভাতিজা আজমান প্রবাসী ওমর ফারুক বলেন, পরিবারের সচ্ছলতার কথা চিন্তা করে গতবছর আমিরাতে আসেন মিজানুর রহমান৷ ১৪ আগস্ট হঠাৎ রুমেই স্ট্রোক করে মারা যান৷ তার তিন কন্যা সন্তান অসহায় অবস্থায় রয়েছে। দেশে লাশ পাঠানোর জন্য কনস্যুলেট, বাংলাদেশ কমিউনিটির সহযোগিতার প্রয়োজন।
মরদেহ দুবাই হিমাগারে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে দেশে মরদেহ পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকর্মী রেজাউল করিম৷ পরিবারকে কিছু সহযোগিতা করার প্রয়োজন বলেও জানান তিনি৷
এমএসএ