গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মালদ্বীপ আ.লীগের শোকসভা

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সোমবার শোকসভার আয়োজন করেছে মালদ্বীপ আওয়ামী লীগ। সভার শুরুতেই গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সোমবার (২১ আগস্ট) বিএনপি ও জামাতের পরিকল্পনায় ২০০৪ সালে গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানায় মালদ্বীপ আওয়ামী লীগ।
মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবরের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রবাসী ব্যবসায়ী মো. দুলাল হোসেন, উপদেষ্টা মো. মজিবুর রহমান, মো. হান্নান খান কবির, সিনিয়র সহ-সভাপতি মো. হাজী সাদেক, সহ-সভাপতি মো. মনির হোসেন, মো. শাহজালাল সিকদার, ফাইজুর রহমান, সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. রোবেল মদৃা, অর্থ সম্পাদক মো. জাহিদ, সহ-অর্থবিষয়ক সম্পাদক মো. দেলোয়ার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ক্রিয়া সম্পাদক নুরে আলম ভুইয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামাল হোসেন, মো. সালমান প্রমুখ।
সভায় বঙ্গবন্ধুর পরিবার ও গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এফকে