কাতারে যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

কাতারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতার শাখা।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে কাতারের রাজধানী দোহা আল জাদিদ আমান উল্লাহ্ রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আওয়ামী যুবলীগ কাতার শাখার সভাপতি জাকির হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহা বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান মোহাম্মদ নাছির উদ্দীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবলীগ কাতার শাখার সিনিয়র সহ সভাপতি কাজী আশরাফ হোসাইন, সহ সভাপতি নাছির উদ্দীন, সহ সভাপতি সেলিম রেজা, সহ সভাপতি আতিকুল মাওলা মিঠু, সহ সভাপতি খাইরুল বাসার, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক শুয়াইব আহমদ, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, আইন বিষয়ক সম্পাদক বশির খান, অর্থবিষয়ক সম্পাদক দীপক মল্লিক, জামাল উদ্দিন প্রমুখ।
আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম প্রধান, আওয়ামী লীগ নেতা শফিকুল কাদের, আওয়ামী লীগ নেতা কপিল উদ্দিন, কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রিপন, কাতার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মতিন খান, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জীবন, কাতার বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবসহ তাদের পরিবারের শাহাদত বরণকারী সব সদস্য ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের শান্তি, মঙ্গল এবং উন্নয়ন কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
/এসএসএইচ/