বঙ্গবন্ধুকে স্মরণে পর্তুগাল আওয়ামী লীগের সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পর্তুগাল আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ আগস্ট) লিসবনের একটি রেস্টুরেন্টে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম।
সভার শুরুতে সাংগঠনিক সম্পাদক জামাল ফকির পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই শহীদদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
স্মরণ সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহাবুব আলম, সহ সভাপতি মহসিন হাবিব ভুঁইয়া, সহ সভাপতি মিজানুর রহমান মোল্লা, সহ সভাপতি মিজানুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, প্রচার সম্পাদক রেজাউল বাসেত, দপ্তর সম্পাদক জাকির হোসাইন, সাবেক শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বিল্লাল রেজা, শিল্প বিষয়ক সম্পাদক ডালিম আহমেদ, সহ আইন বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, রুহেল আহমেদ, সেতুবাল আওয়ামী লীগের আহ্বায়ক হারুন অর রশিদ, মজুমদার ইকবাল, মুস্তাফিজুর রহমান, সাব্বির আহমদ, লোকমান হোসাইন, সেবুল আহমেদ, পর্তুগাল যুবলীগ নেতা অনুপম মেহেদী অনু, তানভীর আলম জনি, খন্দকার ইউনুস ফাহাদ, সাকের আহমেদ, জাবেদ মাহমুদ, কাওছার আহমদ, পর্তুগাল ছাত্রলীগের সহ সভাপতি নোমান হোসাইন, পর্তুগাল ছাত্রলীগ নেতা মাসেব আহমেদ।
সভাপতি জহিরুল আলম জসিম তার বক্তব্যে বলেন, দলীয় পর্যায়ে কর্মীদের নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যেতে হবে। বিগত বছরগুলোতে যারা কোনো কিছু পাওয়ার আশা না করে রাজনীতি করে গেছেন আজ দল তাদের মূল্য দিচ্ছেন। তিনি সবাইকে মুজিব শক্তিতে, মুজিব আদর্শে এগিয়ে যেতে আহ্বান জানান।
/এসএসএইচ/