বঙ্গবীর এমএজি ওসমানীর স্মরণে লন্ডনে সভা

বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানীর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে লন্ডনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (৩ সেপ্টেম্বর) বঙ্গবীর ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনে মাইক্রো বিজনেস সেন্টারে এ অনুষ্ঠান হয়।
সংগঠনের সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠণের সিনিয়র সহ-সভাপতি কে এম আবুতাহের চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক খান জামাল নুরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন─ সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকসুদ ইবনে আজিজ লামা, ওসমানী ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আমীর খান, বীর মুক্তিযোদ্ধা গোলাম আলী সৈয়দ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ, বীর মুক্তিযোদ্ধা এম এ রহমান, কমিউনিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান, কাউন্সিলর ওসমান গনি, কাউন্সিলর সুলুক আহমদ ও সাবেক কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমদ।
আরও বক্তব্য রাখেন─ নুরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল হালিম বেপারী, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, প্রভাষক আব্দুল হাই, মাওলানা রফিক আহমদ, মশিউর রহমান মশনু, হাজী ফারুক মিয়া, মিসেস ঝরনা চৌধুরী, আহমদ লাবিব রহমান প্রমুখ।
এছাড়াও সভায় বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।
এমএ