রোমে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইতালির রোমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইতালি বিএনপির আয়োজনে রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী আব্দুর রাজ্জাক এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তারা বলেন, দেশের মানুষের ভোট ও গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনার পাশাপাশি আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
এসময় বক্তব্য দেন ইতালি বিএনপির সহ সভাপতি মাসুম বিল্লাহ, সিরাজুল ইসলাম মৃধ্যা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. তৌহিদ কাদের, কাজী আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, ফিরেন্স বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভুঁইয়া, যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন শিগগিরই ইতালি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে একটি পদযাত্রা ও ইতালির পার্লামেন্টে স্মারকলিপি দেওয়ার কর্মসূচির ঘোষণা করেন।
/এসএসএইচ/