বঙ্গবন্ধু কেবল আ.লীগের জন্য দেশ স্বাধীন করেননি : সালাম

Muhammed Abdullah Al Mamun

২০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১০ এএম


বঙ্গবন্ধু কেবল আ.লীগের জন্য দেশ স্বাধীন করেননি : সালাম

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বঙ্গবন্ধু বাঙালিদের অধিকার আদায়ের জন্যই সংগ্রাম করে দেশ স্বাধীন করেছিলেন। কেবল আওয়ামী লীগের জন্য জাতির জনক এ দেশ স্বাধীন করেননি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালে হাটহাজারী প্রবাসী আওয়ামী পরিবার দুবাই ও উত্তর আমিরাতের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এম এ সালাম বলেন, ছোট একটি দেশের অনেক বড় নেতা ছিলেন বঙ্গবন্ধু। সারা বিশ্বের বড় বড় রাষ্ট্র নায়করাও তাকে সম্মানের চোখে দেখতেন।

কাজী ফিরোজের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মত বিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসমাইল গনি চৌধুরী।

তিনি বলেন, আওয়ামী বিরোধী শক্তিরা ১৯৭১ সালের পর থেকে এখনও পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই সবার সচেতন থাকতে হবে।

খোরশেদ মোবারকে পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল ও আলহাজ্ব জাফর আহমদ। এছাড়া আলহাজ্ব আহমদ ছগীর, আরশাদ হোসেন হিরো, কাজী মো. আলীসহ আরও অনেক প্রবাসী আওয়ামী নেতারা উপস্থিত ছিলেন।

/এফকে/

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

Link copied