দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে আল আমিন (১৭) নামের এক বাংলাদেশি মারা গেছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় ক্লাসডর্পের সেবকেঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মামা মুন্না জানান, প্রায় চার মাস আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন তার ভাগনে আল আমিন। সেখানে তিনি তার বড় ভাইয়ের সঙ্গে থাকতেন। গত ১০ সেপ্টেম্বর নর্থওয়েস্ট প্রদেশের ক্রিস্টিয়ানা শহরের একটি দোকানে কাজ শুরু করেন আল আমিন।
কয়েকদিন আগে আল আমিনের দোকানে ডাকাতরা হানা দেয়। এসময় তিনি কাউন্টারের দিকে এগিয়ে এলে ডাকাতরা তাকে গুলি করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ক্লাসডর্পের সেবকেঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মুন্না আরও জানান, আল আমিনের মরদেহ দেশে আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আল আমিন সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামের বাসিন্দা।
/এসএসএইচ/