সিডনিতে ‘সর্বজনীন পেনশন স্কিম’ নিয়ে সভা

অস্ট্রেলিয়ার সিডনিতে ‘সর্বজনীন পেনশন স্কিম-২০২৩’ নিয়ে স্থানীয় প্রবাসীদের অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিডনিতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন কনস্যুলেটের কনসাল আশফাক হোসাইন।
সভায় উপস্থিত লেখক, সাংবাদিক, সংগঠক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রবাসীদের প্রশ্নের জবাব দেন কনসাল জেনারেল।
এসময় মো. সাখাওয়াৎ হোসেন বলেন, সরকার প্রবর্তিত এই সর্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে সব শ্রেণির মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি মহৎ উদ্যোগ। পেনশন স্কিমের অর্থ করমুক্ত এবং প্রবাস থেকে প্রেরণে ২.৫ শতাংশ হারে প্রণোদনাও মিলবে।
তিনি অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাস স্কিমে অংশ নিতে আহ্বান জানান।
এছাড়া কনসাল জেনারেল উপস্থিত সবাইকে পেনশন স্কিমের উপকারিতা অন্যান্যদের মধ্যে যথাযথভাবে পৌঁছে দেওয়া এবং বাংলদেশি আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিতজনকে পেনশন স্কিমে অংশ নিতে উৎসাহ প্রদানের জন্য অনুরোধ জানান।
সভায় পেনশন স্কিমের নিবন্ধন প্রক্রিয়া, সুযোগ-সুবিধার ওপর একটি বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন এবং পেনশন ব্যবস্থার তথ্য সম্বলিত পুস্তিকা বিলি করা হয়।
/এসএসএইচ/