সাউথ জার্সি মাতালেন কিংবদন্তি শিল্পী অনুপ জালোটা

সুরের মূর্ছনায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের সাউথ জার্সি মাতিয়েছেন কিংবদন্তি সংগীত শিল্পী অনুপ জালোটা।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে এগ হারবার শহরের ৫৭১, দক্ষিণ পোমনাতে অবস্থিত বৈকুণ্ঠ হিন্দু জৈন মন্দিরে গনেশ চতুর্থী উৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তিনি।
আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দুদের উদ্যোগে ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ‘গনেশ চতুর্থী উৎসব’ অনুষ্ঠিত হয়। এতে নিউজার্সি রাজ্যের সিনেটর ভিন্স পলিসতিনা, অ্যাসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, অ্যাসেম্বলিওম্যান ক্লারা সুইফট, গ্যালাওয়ে টাউনশিপের মেয়র এন্থনি কপপলা জুনিয়র, নিউ জার্সি রাজ্যের সিনেটর পদে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কারেন ফিৎজপ্যাটরিক, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক কাউন্টির কমিশনার অ্যাট লার্জ পদপ্রার্থী রেহমান হাবিব, আটলান্টিক সিটির কাউন্সিলম্যান আনজুম জিয়া, গ্যালাওয়ে টাউনশিপের কাউন্সিলম্যান মো. ওমর, রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হারষ সিং, আটলান্টিক সিটির ষষ্ঠ ওয়ার্ডের কাউন্সিলম্যান পদপ্রার্থী জেফ ডরসি প্রমুখ যোগ দেন।
তারা উৎসব প্রাঙ্গণে সুধী সমাবেশে বক্তব্য দেন ও শুভেচ্ছা বিনিময় করেন। তাদের কেউ কেউ আরতিতেও অংশগ্রহণ করেন।
নেতারা বলেন, অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির জাগরণী বার্তা জানিয়ে পৃথিবীতে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের আগমন ঘটে। তারা আরও বলেন, মানুষ, মানবতা, মানবিকতার প্রতি আস্থাই হচ্ছে পরম ধর্ম।
গনেশ উৎসব আয়োজক কমিটির পক্ষে আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য লেখক সাংবাদিক সুব্রত চৌধুরী, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট বিনোদ ভেলোর যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনৈতিক নেতাদের উৎসব প্রাঙ্গণে অভ্যর্থনা জানান।
নেতারা আয়োজক কমিটির কর্মকর্তা বিনোদ ভেলোর ও সুমন মজুমদারের হাতে সাইটেশন তুলে দেন।
/এসএসএইচ/