অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নতুন নেতৃত্ব

অস্ট্রেলিয়া-বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক বেশ পুরোনো। এ সম্পর্ক আরও দৃঢ় করতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগও বেশ প্রশংসনীয়। দুই দেশের ব্যবসায়ীদের সম্পর্ক বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখছে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল। মাঝে একটু ছন্দপতন হলেও আবার ঘুরে দাঁড়ানো– এমনটিই দেখা গেল এবারের ১৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম)। এক ঝাঁক মেধাবীদের নিয়ে গঠিত হয়েছে নতুন নেতৃত্ব।
ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে নিজেদের সাংগঠনিক শক্তিমত্তা প্রমাণ করতে মরিয়া নির্বাচিতরা। শনিবার (২৩ সেপ্টেম্বর) সিডনির ব্যাঙ্কসটাউন এম্পোরিয়াম ফাংশন সেন্টারে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। সেখানে সংগঠনের চালকের আসন ঠাঁই পেয়েছেন ফয়েজ দেওয়ান (সভাপতি) ও মোতাসিম বিল্লাহ (সাধারণ সম্পাদক)।
এজিএমে সদ্য বিদায়ী কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন আর্থিক প্রতিবেদন পেশ করার পর পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ওয়েন্ডি ই লিন্ডসে, প্রিজাইডিং অফিসার অ্যান্থনি খৌরি এবং রফিকুল আলম খানের সহায়তায় নতুন কমিটির জন্য পরিচালনা করা হয় নির্বাচন।
নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউনের ডেপুটি মেয়র মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের (এবিবিএফ) সভাপতি আবদুল খান রতন।
কার্যনির্বাহী কমিটিতে আরও ঠাঁই পেয়েছেন সহ সভাপতি আবু শাহদাত সরকার ও মো. শাহিনুল ইসলাম, সহ সম্পাদক কাউন্সিলর সাজেদা আক্তার ও লিটন বাউল, কোষাধ্যক্ষ হয়েছেন মো. মোজাম্মেল হক। কার্যনির্বাহী সদস্য হয়েছেন সৈয়দ মাহবুব মোর্শেদ, মো. শাজেদুল ইসলাম, রবিন ফেরদৌস, সাজ্জাদ হক, হেমা জোয়ার্দার, সাদিক করিম, মোহাম্মদ ফাহাদ চৌধুরী ও মোহাম্মদ ভূঁইয়া।
/এসএসএইচ/