বাংলাদেশ স্বাধীন না হলে পাসপোর্ট নিয়ে প্রবাসে আসা হতো না

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ পেতাম না এবং দেশ স্বাধীন না হলে পাসপোর্ট নিয়ে প্রবাসেও আসা হতো না।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ মোবারক সেন্টার এশিয়ান প্যালেসের হল রুমে বঙ্গবন্ধু পরিষদ শারজাহ’র কেন্দ্রীয় কমিটি ২০২৩-২৫ এর কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভায় তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ সিরাজদৌল্লাহর পরিচালনায় পরিচিতি সভায় সভাপতিত্ব করেন এম এ তাহের ভুঁইয়া।
সভায় কার্যনিবাহী কমিটির নেতারা জানান, সবাইকে নিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করা হবে। আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করার লক্ষ্যে প্রবাসে থেকে তারা কাজ করে যাবেন।
জামাল উদ্দিন শুভেচ্ছা বক্তব্য এবং হাফেজ শফিকুর রহমান কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া পরিচিত সভায় বক্তব্য রাখেন এস এম নুরুল ইসলাম, মোহাম্মদ আমির হোসেন, ইসমাইল গনি চৌধুরী, আরশাদ হোসেন হিরু, আহমদ আলী জাহাঙ্গীর, নুর নবী রওশন, হামিদ আলী, হাফেজ শফিকুর রহমান, মুহাম্মদ আলমগীর আলম ও প্রকৌশলী মহি উদ্দিন বেলাল রনি।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আকরামুজ্জামান খান, আবু মোহাম্মদ খুরশিদ, মোহাম্মদ জিয়া উদ্দিন, নাফিস উদ্দিন শাহ আলম, কামাল উদ্দিন ভুঁইয়া, নুরুল আমিন, মোরশেদ আজম, সৈয়দ ইকবাল মোরশেদ রনি, মিরাজ আহমদ, নুরুল ইসলাম, শরিফুল ইসলাম খোকন, মোহাম্মদ জাফর, রকিবুল ইসলাম কানন ও মনিরুজ্জামান মনিরসহ আমিরাতের বিভিন্ন প্রদেশের তিন শতাধিক নেতাকর্মী।
সভায় দোয়া ও মোনজাত পরিচালনা করেন মোহাম্মদ নুরুল আমিন কুসুমপুরী।
কেএ