দেশে ফেরার পথেই মারা গেলেন ওমান প্রবাসী

পাঁচ বছরের প্রবাস জীবন শেষে ওমান থেকে দেশে ফেরার পথে অসুস্থ হয়ে মারা গেছেন মফিজুল হক (৫৫) নামে এক বাংলাদেশি। বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে ওমানের মাস্কাটে এ ঘটনা ঘটে।
মফিজুল হক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মফিজুলের ভগ্নিপতি মো. আলী জানান, মফিজুল ওমানের সালালাহতে থাকতেন। দীর্ঘদিন ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। এতে তার এক পায়ে পচন ধরলে চিকিৎসক তাকে দেশে এসে চিকিৎসার পরামর্শ দেন। দেশে আসার জন্য বুধবার বিমানবন্দরে এলে সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। বিমানবন্দর কর্তৃপক্ষ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মফিজুল হক।
চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান মো. কাজী হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, মফিজুল ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মফিজুলের মরদেহ দেশে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে স্ত্রী ও সন্তানরা।
/এসএসএইচ/