বাংলাদেশ ও কাতারের মধ্যে সংস্কৃতি বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি

কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ ও কাতারের মধ্যে সংস্কৃতি বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কাতারের স্থানীয় সময় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর দোহার শেরাটন হোটেলের একটি হলরুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ ও কাতারে পক্ষে দেশটির সংস্কৃতি মন্ত্রী শেখ আবদুল রহমান বিন জাসীম বিন হামাদ আল থানি।
কাতারের রাজধানী দোহা শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ১২তম ইসলামি বিশ্ব সংস্কৃতি মন্ত্রী সম্মেলন। ২৫ সেপ্টেম্বর ও ২৬ সেপ্টেম্বর এ সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
সম্মেলনের শেষ দিন স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে রাজধানীর দোহার শেরাটন হোটেলের একটি হলরুমে কাতার ও বাংলাদেশের সংস্কৃতি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে দুইদেশের সমৃদ্ধ ঐতিহ্য, ইতিহাস সংস্কৃতি আদান-প্রদান ও বন্ধুত্বপূর্ণ দুটি দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ক প্রতিনিধি দলের নিয়মিত সফর বিনিময়, সংস্কৃতি সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবেন বলে জানান বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী ও কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
আরও পড়ুন
আগামী বছর বাংলাদেশ ও কাতারের সঙ্গে কূটনীতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই চুক্তির অধীনে সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে বলে উভয় মন্ত্রী মতামত প্রদান করেন। এই চুক্তি স্বাক্ষরের ফলে দুই দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ে সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন কাতার প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম, কাউন্সিলর ও ডেপুটি চিফ অব মিশন মো. ওয়ালিউর রহমান, প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী, দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ নাছির উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে কাতার প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এখন টিভি কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, বাংলা টিভি কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু, চ্যানেল ২৪ কাতার প্রতিনিধি কাজী মোহাম্মদ শামীম, আরটিভি কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশ, মোহনা টিভি কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, আমেরিকা থেকে প্রচারিত টিভিএন২৪ টিভি কাতার প্রতিনিধি ই এম আকাশ প্রমুখ।
/এসএসএইচ/