স্পেন জাতীয় ক্রিকেট দলে খেলছেন বাংলাদেশের রবিউল

স্পেন জাতীয় ক্রিকেট দল মূলত ভারত ও পাকিস্তান থেকে আসা অভিবাসীদের নিয়ে গঠিত। সেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন মাদ্রিদে বসবাসরত প্রবাসী বাংলাদেশি রবিউল খান।
ফুটবলপ্রেমী দেশ হিসেবে খ্যাত স্পেন ক্রিকেট বিশ্বেও নিজেদের জায়গা করে নিচ্ছে। দেশটির নিজস্ব একটি জাতীয় ক্রিকেট বোর্ড রয়েছে। এছাড়া স্পেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি ক্রিকেটের তালিকাভুক্ত। টি-টোয়েন্টিতে আইসিসি র্যাঙ্কিংয়ে থাকা ৮৭টি দেশের মধ্যে স্পেন ৪৩তম।
ক্রিক ইনফোর খেলোয়াড়দের প্রোফাইলে স্পেনের ক্রিকেটার হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে রবিউল খানের নাম। চলতি সেপ্টেম্বরে ইউরোপের ৩০টি দেশের অংশগ্রহণে স্পেনের মালাগায় শুরু হওয়া ইউরোপিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে স্পেন জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন তিনি।
ইতোমধ্যে ব্যাটিং ও বোলিংয়ে নৈপুণ্য দেখিয়ে স্পেন দলের অলরাউন্ডার হিসেবে ইতোমধ্যে নিজের অবস্থান মজবুত করেছেন রবিউল। স্পেনের হয়ে খেলেছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ।
রবিউল খান জানান, প্রবাসে জীবন-জীবিকার তাগিদে সময় বের করা কঠিন। তারপরও যতটুকু সময় পান, তা ক্রিকেট অনুশীলনের জন্য ব্যয় করেন।
তিনি বলেন, স্পেনে অনেক প্রতিশ্রুতিশীল বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন, যারা নিয়মিত অনুশীলন করলে স্পেন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন।
রবিউলের জন্ম ১৯৯৫ সালের ৮ মার্চ। মুন্সীগঞ্জে জন্ম নেওয়া এ তরুণ ক্রিকেটার স্পেনে আসেন ২০১৯ সালে। বাংলাদেশে থাকাকালীন সময়ে তিনি ঢাকা বিভাগীয় (দক্ষিণ) অনুর্ধ-১৮ ও অনুর্ধ-১৯ দলের হয়ে খেলেছেন।
কেএ