বাংলাদেশ কমিউনিটির কল্যাণে নিবেদিত থাকবে পর্তুগাল বিএনপি

বাংলাদেশ কমিউনিটির কল্যাণে পর্তুগাল বিএনপি নিবেদিত থাকবে। রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় পর্তুগালের রাজধানীর লিসবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিন পালন এবং ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহমানের পর্তুগাল আগমন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
অনুষ্ঠানে ড. মোশাররফ হোসেনের জীবনী নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি অধ্যক্ষ মো. আবদুর রহমান। তিনি বলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন ১৯৪৬ সালের ১ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দাউদকান্দি হাইস্কুল থেকে মেট্রিকুলেশন, চট্টগ্রাম সরকারি কলেজ আইএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি, লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইম্পেরিয়াল কলেজ থেকে এমএসসি, ১৯৭৩ সালে ডিআইসি ডিপ্লোমা এবং ১৯৭৪ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
মো. আবদুর রহমান বলেন, যুক্তরাজ্য থেকে থেকে দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন এবং পর্যায়ক্রমে অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
পর্তুগাল বিএনপির প্রচার সম্পাদক আবদুল ওয়াহিদ চৌধুরী পারভেজের সঞ্চালনায় ও পর্তুগাল বিএনপির মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মাহমুদ আজম, পর্তুগাল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজমল আহমদ, পর্তুগাল বিএনপি দপ্তর সম্পাদক অলি আহমদ সানি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক টিপু আহমদ।
স্থানীয় কমিউনিটির নেতারা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির স্বপন এমদাদ, হাসিব মেম্বার, আবদুল মতিন, সাইদুল ইসলাম, আজিজুল বারি সুমন, মিজানুল রহমান জামাল, মাজেদ আহমদ সামি, মরতুজ আলি, মুহাম্মদ মকবুল হোসাইন ও বিপ্লব গাজী।
অনুষ্ঠানে বক্তারা দলমত নির্বিশেষে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সেইসঙ্গে একটি সুন্দর সুষ্ঠু কমিউনিটি গঠনে নেতৃবৃন্দকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
/এসএসএইচ/