মিশিগানে মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা আলাউর রহমান

আমেরিকার মিশিগানে বীর মুক্তিযোদ্ধা আলাউর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
স্থানীয় সময় সোমবার (১৬ অক্টোবর) দুপুরে ডেট্টয়েট হেনরিফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার জানাজা মঙ্গলবার (১৭ অক্টোবর) হেমট্রামিক শহরের নূর মসজিদে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। পরে তাকে মাউন্ট এলিটের কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আলাউর রহমানের মামাতো ভাই হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই সম্পাদক বর্তমানে মিশিগানের বাসিন্দা শামীম আহসান জানান, বীর মুক্তিযোদ্ধা আলাউর রহমান যুক্তরাষ্ট্রে প্রায় ৪৫ বছর ধরে বসবাস করেছেন। তিনি থাকতেন মিশিগানের হেমট্রামিক শহরে। তার বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বদরদী গ্রামে।
এসএসএইচ