সিডনিতে ব্যতিক্রম উদ্যোগে প্রশংসিত উদয় ইনক

বহু সাংস্কৃতিক মানুষের শহর সিডনিতে হরহামেশা দেখা যায় বিনোদন কিংবা বাণিজ্যিক অনুষ্ঠান। তবে এখানে ব্যতিক্রম অলাভজনক সংগঠন উদয়। সূর্যোদয়ে যেমন নতুন দিগন্তের সূচনা হয়, তেমনি যেন এই সংগঠন।
রোববার (২২ অক্টোবর) সিডনির এপিং পাবলিক স্কুলে এ সংগঠনের উদ্যোগে ক্যান্সার রিসার্চের জন্য একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এই আয়োজন থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিলে দেওয়া হবে। সকাল ৯টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি চলে। অংশ নেন অস্ট্রেলিয়ার মূলধারার রাজনৈতিক নেতাসহ গুণীজনরা। অর্থ তুলে ভুক্তভোগীদের কল্যাণে ব্যয় করার প্রয়াস নেওয়ায় প্রশংসায় মাতেন আমন্ত্রিত অতিথিরা।
অংশ নেন হর্ন্সবি কাউন্সিলের মেয়র ফিলিপ রাডক এও, সিনেটর মারিয়া কোভাচিক, নিউ সাউথ ওয়েলসের বহু সংস্কৃতির ছায়া মন্ত্রী মার্ক কুরে, নিউ সাউথ ওয়েলসের এমএলসি জাকি মানরো এবং কাউন্সিলর ক্যমেরন ম্যাক্ল্যান, প্যারামাট্রা লর্ড মেয়র পেয়রি এসবার, অবার্ন হাসপাতালের চেয়ারম্যান ডা. আয়াজ চৌধুরী, বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলসের সভাপতি ডা. আলী রেজা, শাপলা সালুক ক্লাবের সভাপতি ডা. মইনুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা।
উদয় ইনক-এর প্রেসিডেন্ট ডা. লায়লা আরজুমান বলেন, গত কয়েক মাস আমরা নিরলস শ্রম দিয়েছি, আজ সবার সরব উপস্থিতি আমাদের সার্থক করেছে। ক্যান্সার প্রতিরোধে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। আমরা ধারাবাহিকতা বজায় রাখব।
স্থানীয় কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন সাজেদা আক্তার, শ্রীনি পিল্লামারি, সাবরিন ফারুকী। এ আয়োজনকে উৎসাহ দিতে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস ভিডিও বার্তায় উদয় সংগঠনকে অভিনন্দন ও তাদের সার্বিক কার্যক্রমকে সাধুবাদ জানান।
এসএসএইচ