প্রবাসীদের খোঁজখবর নিতে গুলি আইল্যান্ডে হাইকমিশনের প্রতিনিধিদল

মালদ্বীপ প্রবাসীদের খোঁজখবর নিতে ও বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করতে দেশটির গোলি আইল্যান্ড পরিদর্শন করেছে মালদ্বীপ বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল। শুক্রবার (২৭ অক্টোবর) গোলি আইল্যান্ড পরিদর্শনে যায় প্রতিনিধিদলটি।
দেশটিতে অবস্থানরত প্রবাসীদের কল্যাণময় ও সচেতনতামূলক নির্দেশনা প্রদানের ধারাবাহিকতায় ছুটির দিনেও হাইকমিশনের প্রতিনিধিদল গুলি এবং হুরা আইল্যান্ড সফর করে। মিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলটি গোলি আইল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় মিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ বৈধপথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ, ই-পাসপোর্ট, স্থানীয় আইন, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন তথ্য ও নির্দেশনা প্রদান করেন তিনি।
এছাড়াও শ্রম কাউন্সেলর স্থানীয় আইনকানুন মেনে কাজ করার জন্য পরামর্শ দেন, যাতে বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন থাকে।
এসএসএইচ