মালদ্বীপ প্রবাসী শুক্কুরের সন্ধানে দূতাবাসের সহযোগিতা কামনা

আব্দুল শুক্কুর ৭ বছর আগে পরিবারের সুখের জন্য মালদ্বীপ আসেন। কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে কোনো যোগাযোগ নেই পরিবারের সঙ্গে। শুক্কুরের দেশের বাড়ি ফেনী জেলার ফরহাদ নগর ইউনিয়নে। তিনি দক্ষিণ চরকালীদাশ গ্রামের মৃত্যু মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে।
শুক্কুরের চাচাতো ভাই সৌদি প্রবাসী ইব্রাহীম ঢাকা পোস্টকে মুঠোফোনে বলেন, কিছু দিন আগে শুক্কুরের বাবা মারা যায়। তার পরিবারের অবস্থা বেশি ভালো না। তার সঠিক তথ্য পেতে তার অসুস্থ মা (প্যারালাইসিস আক্রান্ত) সবার সহযোগিতা চেয়েছেন। গত কয়েক দিন আগে শুক্কুরের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারায় তার মা আরও অসুস্থ হয়ে পড়েন।
তিনি আরও বলেন, বৈধ কাগজপত্র না থাকায় সে ৭ বছর ধরে দেশে যেতে পারেনি। কাগজপত্র ঠিক করতে কিছু টাকা নিজের কাছে রেখেছে, এখন কোনো সন্ধান না পেয়ে আমরা চিন্তিত। মালদ্বীপের হাইকমিশনার অফিসের এবং প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।
জানা যায়, আব্দুল শুক্কুর মালদ্বীপের সাগরে জেম লাইন নামক (ট্রলার) মাছ ধরার ট্রলারে কর্মরত ছিলেন। বসবাস করতেন রাসধু আইল্যান্ডে। সেখান থেকে গত ২৫ অক্টোবর নিখোঁজ হন। তারপর থেকে বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই। তাই পরিবার হাইকমিশনারসহ সরকারি মাধ্যমগুলোর সহযোগিতা চেয়েছেন।
এমএ