ফিনল্যান্ডে জেলহত্যা দিবস পালিত

ফিনল্যান্ডে আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রাজধানী হেলসিংকির একটি রেস্টুরেন্টে হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোস্তফা আজাদ বাপ্পী, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ জনি, সালমান মাহবুব, আলমগীর হোসেন, সৈয়দ জেসমিন আরা বিথী, হেলাল উদ্দিন, রাসেল, রোমেনা হুমায়ুন, জিয়াউর রহমানসহ নেতারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৫ আগস্ট ও ৩ নভেম্বর একই সূত্র গাঁথা।
সভায় হুমায়ুন কবির বলেন, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অনুগত ছিলেন বলেই তাদের হত্যা করা হয়েছে। তারা জীবন দিয়ে প্রমাণ করে গেছেন আদর্শের প্রতি অবিচল ছিলেন।
পরে মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসএসএইচ