লন্ডনে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ : দুই বন্ধু এক দেশ’ বইয়ের আলোচনা

যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজের মিলনায়তনে লেখক ও গবেষক আবু সাঈদ ও প্রিয়জিৎ দেবসরকারের লেখা ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ : দুই বন্ধু এক দেশ’ (ইংরেজি ভাষায় লেখা ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ, ইউনাইটেড ফ্রেন্ডস অব বাংলাদেশ’) বইয়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) অনুষ্ঠানে বইটি সম্পর্কে আলোচনা করেন ওয়েস্ট লন্ডন চেম্বার অব কমার্সের সিইও অ্যালান রাইডস, ব্রিজ ইন্ডিয়া ফাউন্ডেশন ও ইপিজি গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক প্রতীক দাতানি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সৈয়দ মুনতাসির মামুন এবং লেখক ও গবেষক প্রিয়জিৎ দেবসরকার।
অ্যালান রাইডস বলেন, ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ : ইউনাইটেড ফ্রেন্ডস অব বাংলাদেশ’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কনসার্ট ফর বাংলাদেশ অসামান্য ভূমিকা রেখেছে। এই কনসার্টের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে জনমত গঠনের জন্য যুগান্তকারী ভূমিকা রাখে, বইটি পড়লে তা জানা যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংস কলেজের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন কিংস কলেজের কেসিএল পিপিই সোসাইটির সহসভাপতি দিয়া আইয়ার। অনুষ্ঠানে সহযোগিতা করে ইন্ডিয়া পাকিস্তান ডেভেলপমেন্ট ফোরাম, কিংস কলেজ পলিটিক্যাল সোসাইটি, কিংস কলেজ সোসাইটি এবং কিংস কলেজ পলিটিক্যাল ইকোনমিক সোসাইটি।
উল্লেখ্য, বইটি বাংলা ও ইংরেজি ভাষায় স্বপ্ন ’৭১ প্রকাশন থেকে প্রকাশিত হয়। পেরুর মনোলজাদা এডিটরস প্রকাশনী থেকে স্প্যানিশ ভাষায় প্রকাশিত হয়।
এসএসএইচ