করোনার শঙ্কা নিয়ে কাতার প্রবাসীদের প্রথম ইফতার

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় বছরের প্রথম রোজা পালন করেছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। রেস্তোরাঁগুলোতে বসে খাওয়া নিষিদ্ধ থাকায় নিজ নিজ বাসায় ইফতার করেছেন তারা।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। রোজার প্রথম দিনে ইফতার কেনার জন্য রেস্তোরাঁগুলোতে প্রবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
কাতারে প্রথম রোজায় করোনা পরিস্থিতি ছিল ভয়াবহ। কম জনসংখ্যার দেশটিতে এদিন ৯৮১ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, পাশাপাশি নতুন করে মারা গেছেন অন্তত পাঁচ জন। এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে মঙ্গলবার থেকে শুরু হয় মাহে রমজান। করোনা পরিস্থিতি ও বিধিনিষেধের কারণে দ্বিতীয়বারের মতো মসজিদে তারাবির নামাজ বন্ধ রয়েছে। তাই বাসায় নামাজ আদায় করে পবিত্র মাহে রমজান শুরু করেন বাংলাদেশিরা। তবে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা যায়।
মহামারি করোনার কারণে রমজান পালন নিয়ে বাড়তি কোনো উচ্ছ্বাস নেই প্রবাসীদের মধ্যে। গতবছরের মতো এবছরও মসজিদে তারা তারাবির নামাজ পড়তে পারছেন না তারা।
আরএইচ