অস্ট্রেলিয়ায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অস্ট্রেলিয়া শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সিডনির মিন্টুতে বিডি হাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিডনির বিভিন্ন রাজ্য থেকে আসা কৃষিবিদরা অংশগ্রহণ করেন। যারা সশরীরে অংশগ্রহণ করতে পারেননি তারা ভার্চুয়ালি সভায় যুক্ত হন। কৃষিবিদ ড. আবদুস সাদেকের সভাপতিত্বে ও কৃষিবিদ পরমেশ ভট্টাচার্যের সঞ্চালনায় সাধারণ সভা পরিচালিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অস্ট্রেলিয়া শাখার সভাপতি ড. আবদুস সাদেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কৃষিবিদ পরমেশ ভট্টাচার্য।
সভার শুরুতেই দেশে বিদেশে প্রয়াত কৃষিবিদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পরমেশ ভট্টাচার্য বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করে উপস্থিত সদস্যদের শোনান। সামান্য সংশোধনপূর্বক বিগত সাধারণ সভার কার্যবিবরণী সর্বসম্মতিতে গৃহীত হয়।
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অস্ট্রেলিয়া শাখার কোষাধ্যক্ষ কৃষিবিদ ড. বাবর আলী বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন। পরে এর ওপর আলোচনা হয়। আলোচনা শেষে উপস্থিত সদস্যদের গঠনমূলক সংশোধনীসহ বার্ষিক আয়-ব্যয়ের হিসাব সর্বসম্মতিতে গৃহীত হয়। সাধারণ সম্পাদক কৃষিবিদ পরমেশ ভট্টাচার্য সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন। সাধারণ সম্পাদকের রিপোর্ট এবং বিবিধ বিষয়ের ওপর অনেক কৃষিবিদ গঠনমূলক আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরিশেষে সাধারণ সম্পাদকের প্রতিবেদন সর্বসম্মতিতে গৃহীত হয়। পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল এবং অন্যান্য ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে কৃষিবিদ সংশ্লিষ্ট কার্যক্রম আরও সফল এবং সুন্দরভাবে সমন্বয় সাধন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে টেলিফোনে যুক্ত হন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক সফল সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রাতিষ্ঠানিক রূপকার কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
তিনি তার বক্তব্যে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অস্ট্রেলিয়া শাখার সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সার্বিক সাহায্য ও সহযোগিতা প্রদানের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অস্ট্রেলিয়া শাখার পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি কৃষিবিদ আবু ইব্রাহিম। আগামী দিনে অতীতের ন্যায় সবার সক্রিয় সাহায্য সহযোগিতা কামনা করে সমাপনী বক্তব্য দেন সভাপতি কৃষিবিদ ড. আবদুস সাদেক।
এসএসএইচ