কানাডায় প্রবেশে ভ্রমণকারীদের থাকতে হবে পিসিআর পরীক্ষার প্রমাণ

কানাডায় প্রবেশকারী বিমান যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ পরীক্ষার প্রমাণপত্র সরবরাহ করতে হবে বলে জানিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় বুধবার (৩০ ডিসেম্বর) কানাডার জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লেয়ার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
তিনি বলেন, বিমানে উঠার আগেই ভ্রমণকারীদের সঙ্গে অবশ্যই ৭২ ঘন্টা সময়কালের নেগেটিভ পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) পরীক্ষার প্রমাণপত্র থাকতে হবে।
জনস্বাস্থ্য সম্পর্কিত ব্রিফিং করার সময় তিনি আরো বলেন, এটি কোয়ারেন্টাইনের বিকল্প নয়, করোনাভাইরাসের সংক্রমণরোধে একটি অতিরিক্ত ধাপ। আর এ তথ্যগুলো পরিবহনমন্ত্রী মার্ক গার্নাউ সরবরাহ করবেন।
কানাডার এই মন্ত্রী বলেন, সরকার কানাডায় আগত ভ্রমণকারীদের জন্য নেগেটিভ কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজনীয়তা বাস্তবায়নের বিমানবন্দরগুলোতে স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি বাড়িয়ে তুলছে। তবে কীভাবে আগত ভ্রমণকারীদের প্রাক-বোর্ডিং টেস্টিং পরিচালিত হবে তা এখনও বিস্তারিত জানা যায়নি।
যুক্তরাজ্যে ছড়িয়ে পরা নতুন ধরনের করোনাভাইরাস কানাডায় শনাক্ত হওয়ার পর থেকেই আন্তর্জাতিক ভ্রমণকারীদের ওপর কঠোর বিধি প্রয়োগে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কুইবেকের স্বাস্থ্যমন্ত্রী ক্রিশ্চিয়ান ডুবে।
সম্প্রতি ব্রিটেন থেকে কানাডায় ফেরা দুইজনের শরীরে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৬ জানুয়ারি পর্যন্ত ব্রিটেন থেকে আসা যাত্রীবাহী সব ফ্লাইট বন্ধ থাকবে।
এমএইচএস