করোনায় কানাডিয়ানদের অ্যালকোহল ব্যয় বেড়েছে ২০ শতাংশ
করোনা মহামারিতে বিশ্বের অন্যান্য দেশের মতো কানাডিয়ানদেরও জীবনের গতি থমকে গেছে। জনস্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে কানাডা সরকারের উদ্যোগ বিশ্বে প্রশংসিত। তবুও কানাডিয়ানদের মানসিক স্বাস্থ্যের ওপর মহামারির প্রভাব পড়েছে ভালোভাবেই।
গবেষণার তথ্যানুযায়ী, করোনাকালে দেশটিতে কমপক্ষে ৪০ শতাংশ নাগরিক মানসিক স্বাস্থ্য, আসক্তি বা অ্যালকোহলজনিত সমস্যার মুখোমুখি হয়েছেন।
এক সমীক্ষায় বলা হয়েছে, মহামারির আগের তুলনায় কানাডিয়ানদের মানসিক স্বাস্থ্য এখন খারাপ। এতে অ্যালকোহলে ব্যয় বেড়েছে। সমীক্ষায় প্রতি পাঁচ জনে দুজন কানাডিয়ান জানান, তাদের মানসিক স্বাস্থ্য মহামারি আগের চেয়ে খারাপ।
এতে করে কানাডিয়ানদের অ্যালকোহল ব্যয় ২০ শতাংশ বেড়েছে বলে ওই সমীক্ষায় উঠে এসেছে।
ইপসসের জরিপ মতে, মহামারিতে কর্মসংস্থান হারানো, সামাজিক বিচ্ছিন্নতা এবং ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ কানাডিয়ানদের মানসিক স্বাস্থ্যের ওপর দারুণ নেতিবাচক প্রভাব ফেলেছে।
করোনাভাইরাস বিশ্বকে এক অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। প্রতিনিয়ত সংবাদমাধ্যমে করোনা সংক্রান্ত খবর মানুষের মনে উদ্বেগ তৈরি করেছে। কানাডাতেও এর বিরূপ প্রভাব পড়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, কানাডায় এখন পর্যন্ত ৫ লাখ ৮১ হাজার ৩৯৫ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫ হাজার ৬০৬ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮৯ হাজার ৮১৩ জন।
দেশটিতে ইতোমধ্যে টিকা প্রয়োগ শুরু হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী ও জ্যেষ্ঠরা আগে টিকা পাবেন। টিকা প্রাপ্তির প্রত্যাশা কানাডিয়ানদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে বিরাট ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আহসান রাজীব বুলবুল/এসআরএস