সৌদির সঙ্গে মিল রেখে মালদ্বীপে ঈদুল আজহা উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে মালদ্বীপেও আনন্দ উৎসব আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রোববার উদযাপিত হয়েছে ঈদুল আজহা। যাতে শামিল হয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।
মালদ্বীপের বিভিন্ন দ্বীপে ছড়িয়ে থাকা মসজিদগুলোতে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। রাজধানী মালে এবং পার্শ্ববর্তী আইলেন্ড হুলোমালে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। বাংলাদেশিরা দেশীয় ঐতিহ্যবাহী পায়জামা-পাঞ্জাবিতে দলবদ্ধভাবে ঈদের জামাতে শরিক হন।
মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মুহাম্মদ মইজ্জু ঈদের নামাজ আদায় করেন মাফানো স্টেডিয়ামে। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের প্রথম সচিব সোহেল পারভেজসহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।

হাইকমিশনের প্রথম সচিব সোহেল পারভেজ বলেন, প্রবাসের মাটিতে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায়ের মধ্যে দিয়ে বাংলাদেশের ঈদের আনন্দের স্মৃতি রোমন্থন করেন প্রবাসীরা।
ঈদুল আজহা উপলক্ষ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানরা পশু জবাই করেন। তারই ধারাবাহিকতায় মালদ্বীপে পশু না থাকলেও বিভিন্ন দেশ থেকে আমদানি করে ছাগল জবাই করে থাকেন স্থানীয়রা।
এদিকে ঈদুল আজহাকে কেন্দ্র করে মালদ্বীপে স্থানীয়রাও বর্ণিল রঙ্গে বিভিন্ন সাজে রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদর্শন করেন। বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমএ