১২ গোলের ব্যবধানে মালদ্বীপে বাংলাদেশের আনসার ভিডিপির জয়

মালদ্বীপের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন আনসার ভিডিপি হ্যান্ডবল দল মালদ্বীপের ডিএসসি হ্যান্ডবল দলকে ৪১-২৭ গোলে পরাজিত করেছে। বুধবার (২৬ জুন) মালদ্বীপে অনুষ্ঠিত আন্তর্জাতিক হ্যান্ডবল সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের আনসার ভিডিপি ১২ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে।
আনসার ভিডিপির মো. রবিউল আউয়াল সর্বোচ্চ ১৫টি গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এছাড়াও মোহাম্মদ রাকিবুল হাসান ৮টি, উচু থোয়াই মারমা, সাকিল, শামির ও ইমন ৬টি করে গোল করেন।

আগামী ২৮ জুন মালদ্বীপ বিলুডু ইউনাইটেড এসের সঙ্গে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ম্যাচ ৩০ জুন মালদ্বীপ জাতীয় হ্যান্ডবল অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে খেলবে।
আরও পড়ুন
এদিকে, খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন আনসার ভিডিপি হ্যান্ডবল দল অনেক ভালো খেলেছে। আজকের এ জয়ের ফলে আমাদের প্রত্যাশা পূরণের এক ধাপ এগিয়ে গেল। আগামী ম্যাচগুলোত ভালো করলে সিরিজ জয়ের গৌরব অর্জন করতে পারব।

উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা বাংলাদেশ আনসার ভিডিপি ডিরেক্টরেট জেনারেল অব ট্রেনিং মো. জিয়াউল হাসান।
এসএসএইচ