সিঙ্গাপুরে আরও ২৫ জন করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে নতুন করে আরও ২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (৭ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
এ নিয়ে সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৬১ হাজার ৩১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ২১ জন বিদেশ ফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টে হোম নোটিশে ছিলেন। কমিউনিটি থেকে চারজন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।
এমএইচএস