অন্টারিওতে করোনার ভ্যাকসিন : ‘ম্যাচ অ্যান্ড মিক্স’র পরিকল্পনা

করোনা মহামারির ভ্যাকসিন নিয়ে বড় দেশগুলোর স্বার্থের খেলার বিপরীতে প্রত্যেকটি দেশকে নিজেদের মতো করে পদক্ষেপ নিতে হচ্ছে। নাগরিকদের স্বাস্থ্য রক্ষার প্রশ্নে কারও মুখের দিকেই তাকিয়ে থাকার সুযোগ নেই। এ কারণে ভ্যাকসিন ‘ম্যাচ অ্যান্ড মিক্স’ করার পরিকল্পনা করছে কানাডা। দেশটির কয়েকটি প্রদেশে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের সঙ্গে অন্য কোনো ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ মিক্সিংয়ের চিন্তা করছে।
কুইবেকের পর অন্টারিও এখন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ক্ষেত্রে ‘ম্যাচ অ্যান্ড মিক্স’ এর পরিকল্পনা করছে। মূলত অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের সরবরাহের অনিশ্চয়তার কারণেই বিকল্প এই ভাবনা রাখতে হচ্ছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনের জন্য কানাডা চুক্তি করেছিল অ্যাস্ট্রেজেনেকার সঙ্গে। সে অনুযায়ী, অ্যাস্ট্রেজেনেকার আমেরিকান ফ্যাক্টরি থেকে কানাডায় ভ্যাকসিন আসার কথা। এর মধ্যে অবশ্য সরকার উদ্যোগী হয়ে ভারতের সেরাম থেকে বেশকিছু ভ্যাকসিন এনেছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রফতানি নিষেধাজ্ঞার কারণে অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন কানাডা কবে পাবে- তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে প্রথম ডোজে যাদের অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছিল, তাদের দ্বিতীয় ডোজে অন্য কোনো ভ্যাকসিন দেওয়ার কথা চিন্তা করছে কানাডা।
এজন্য ভ্যাকসিনের ‘ম্যাচ অ্যান্ড মিক্স’ নিয়ে যুক্তরাজ্যে বড় ধরনের গবেষণার ফলাফলের দিকেও তাকিয়ে আছে কানাডা। এই সপ্তাহে তাদের ফলাফল ঘোষণা হওয়ার কথা। একইসঙ্গে ফেডারেল ইমিউনাইজেশন প্যানেলের মতামতের অপেক্ষা করছে অন্টারিও। তবে অন্টারিওর স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিনা ইলিয়ট সাংবাদিকদের বলেছেন, প্রথম ডোজে যারা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা বেশি।
এসএসএইচ